Monday, 20 May 2013



মানুষ বলেই হয়তো আবার আমি ভালো বাসবো-
আমি বাঁচবো আমার নিজের মতন করে,
তুমি কবিতায় থাকবে কবির আতিথিয়তায়,
পাঠকের মননে,চেতনে,অধরে...

মানুষ বলেই আমি আমাদের প্রেমকে বেচবো কবিতায়-
প্রবনতায় তোমাকে খুঁজবো অন্য শরীরে,
আমি মানুষ বলেই অমানুষ হব কলম বাজি রেখে,
তিল তিল করে জ্বলে মরবো ভিতরে বাইরে!!

মানুষ বলেই বিকল্প খুঁজবো খোরাকির চালাকিতে,
কবির কবিতা সবই তোমার তবুও কপি রাইট!
আলো আঁধারীতে সোনালি দেহ মরফিয়া মাখা রাত,
অজুহাতে শুধু জ্যাক ড্যানিয়েল,শব্দ ঝঙ্কারে গুড নাইট!!!!

মানুষ বলেই আমি তোমাকে রাখবো আমার অবচেতনে-
সংগোপনের শূন্যতায় একটা বিশাল আয়না,
বুক সেলফে তোমাকে উৎসর্গকৃত সারদেয়া বই,
একটা কবিতা শেষ, শুরু আবার যন্ত্রণা !!!

No comments:

Post a Comment