তোমার কবিতায় শুধু রাত জাগার হাতছানি-
তোমার লেখায় শুধু বাক্স বন্দী স্বপ্নদের জেহাদ,
আমি কবিতার ক্রেতা নই এক বিশল্যকরণী...
যে কবিতার দিব্যি কেটে মিথ্যে বলবো তোমায়!!
সস্তার অনেক কিছু চারি দিকে-
দৃষ্টি থেকে অনা সৃষ্টির সুখ,
মরফিয়া মেশানো রাতে চোখের কোনে জল,
আর রাত ভোর হলে হাঁসি মুখ।
চিবুকেরও আলাদা অভিব্যাক্তি থাকে জানো!
দিনলিপির একটা গোপন অধ্যায়-
ফাঁকা বুকে জমা বিশ্বাস, অবিশ্বাস, রিক্ততা এমনকি চাঁপা ফুলের গন্ধ-
কিন্তু হারিয়ে ফেলা স্বস্তির নিঃশ্বাস টুকু বুঝি তোমার মতই মহার্ঘ্য!
আজো তাই খুঁজি খোঁজার তাগিদে নিজেকে-
তোমাকে পেলুম তালুতে ভাগ্য রেখায়,
অনেক লিখেছি বড় কবিতা দীর্ঘস্থায়ী প্রেমের মোহে -
ক্ষণস্থায়ী জীবনের দ্বিচারিতায়!
আবার আসবে এমনই কোন রাত্রি,
আকশের চাঁদ থেকে তারারা শুধু তোমার সুরেই গাইবে গান-
শ্রাবণ ঝরাবে অভিস্রাবনের মেঘে প্রেম
কি যায় আসে সেই রাত্রির ধাত্রী হয়ে কোন মন...... ভিজলো কিনা !!!
তোমার লেখায় শুধু বাক্স বন্দী স্বপ্নদের জেহাদ,
আমি কবিতার ক্রেতা নই এক বিশল্যকরণী...
যে কবিতার দিব্যি কেটে মিথ্যে বলবো তোমায়!!
সস্তার অনেক কিছু চারি দিকে-
দৃষ্টি থেকে অনা সৃষ্টির সুখ,
মরফিয়া মেশানো রাতে চোখের কোনে জল,
আর রাত ভোর হলে হাঁসি মুখ।
চিবুকেরও আলাদা অভিব্যাক্তি থাকে জানো!
দিনলিপির একটা গোপন অধ্যায়-
ফাঁকা বুকে জমা বিশ্বাস, অবিশ্বাস, রিক্ততা এমনকি চাঁপা ফুলের গন্ধ-
কিন্তু হারিয়ে ফেলা স্বস্তির নিঃশ্বাস টুকু বুঝি তোমার মতই মহার্ঘ্য!
আজো তাই খুঁজি খোঁজার তাগিদে নিজেকে-
তোমাকে পেলুম তালুতে ভাগ্য রেখায়,
অনেক লিখেছি বড় কবিতা দীর্ঘস্থায়ী প্রেমের মোহে -
ক্ষণস্থায়ী জীবনের দ্বিচারিতায়!
আবার আসবে এমনই কোন রাত্রি,
আকশের চাঁদ থেকে তারারা শুধু তোমার সুরেই গাইবে গান-
শ্রাবণ ঝরাবে অভিস্রাবনের মেঘে প্রেম
কি যায় আসে সেই রাত্রির ধাত্রী হয়ে কোন মন...... ভিজলো কিনা !!!
No comments:
Post a Comment